দামুড়হুদা থেকে ছিনতাই হয়ে যাওয়া ইজিবাইক ৫ মাসের মাথায় রাজবাড়ি থেকে উদ্ধার : আটক ১

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় কিশোর রাব্বীর কাছ থেকে ছিনতাই হয়ে যাওয়া ইজিবাইকটি ৫ মাসের মাথায় রাজবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রুবেল মাহমুদ (২১) নামের এক সংঘবদ্ধ ছিনতাইচক্রের সদস্যকে আটক করা হয়েছে। সে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বশোয়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে। মোবাইলফোন ট্রাকিঙের মাধ্যমে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে এসআই লিয়াকত আলী, এএসআই ফিরোজ হোসেন, এএসআই সাজেদুল করিম, মোস্তাফিজুর রহমান আজিবারসহ পুলিশের একটি দল গত সোমবার ভোরে রাজবাড়ি পৌরসভাধীন সাধনা সিনেমা হলের সামনে থেকে ইজিবাইকটি উদ্ধার করেন। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটক রুবেল মাহমুদ আন্তঃজেলা ডাকাতদলের গডফাদার আকতার হোসেন জুয়েলের আপন ছোট ভাই। ওই আকতারই মূলত সংঘবদ্ধ ছিনতাইচক্রের গডফাদার। তার নামে রাজবাড়ি, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনা, ডুমুরিয়াসহ দেশের বিভিন্ন থানায়  ডাকাতি, ছিনতাই, অপহরণ মামলা আছে। সে সম্প্রতি ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলায় জেলহাজতে রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ অক্টোবর দামুড়হুদা দশমীপাড়ার মিন্টুর ছেলে ইজিবাইক চালক কিশোর রাব্বী ৫শ টাকা ভাড়ায় চুক্তিতে চুয়াডাঙ্গা বড়বাজার থেকে অজ্ঞানপার্টির তিন সদস্য যাত্রীবেসে আলমডাঙ্গায় যাওয়ার কথা বলে ইজিবাইকে ওঠে। পথিমধ্যে রাব্বীকে কোমলপানীয় জুসের সাথে চেতনানাশকদ্রব্য মিশিয়ে পান করায়। ইজিবাইকচালক কিশোর রাব্বী অচেতন হয়ে পড়লে তার মোবাইলফোনটি নিয়ে নেয় এবং তাকে অচেতন অবস্থায় পোড়াদাহের বল্লভপুর নামক স্থানে ফেলে রেখে ইজিবাইক নিয়ে সটকে পড়ে অজ্ঞানপার্টির ওই ৩ সদস্য। ঘটনার দু দিন পর রাব্বীকে পোড়াদহের বল্লভপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া রাব্বীর মোবাইলফোনের সূত্র ধরেই ছিনতাই হওয়া ইজিবাইক ও মোবাইলফোন উদ্ধার করে পুলিশ।