দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের জয়রামপুর স্কুলবটতলা নামক স্থানে স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ ও আহত ১২টি পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা তুলে দেয়া হলো। বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু খানের পক্ষে দলীয় নেতবৃন্দ আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করেছে। ২৬ মার্চ ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছিলেন দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া পশ্চিমপাড়ার ইন্নাল মণ্ডলের ছেলে ২ সন্তানের জনক আকব্বর (৫০), ঠাণ্ডু মণ্ডলের ছেলে ২ সন্তানের জনক বিল্লাল হোসেন (৩৫), ফকির চাঁদের ছেলে ২ সন্তানের জনক লাল মিয়া (৪০), নাসির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২২), কালু (১৯), আহসান বিশ্বাসের ছেলে শরিফুল (৪০), নিয়ামত আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮) আ. জলিলের ছেলে আতিকুল (৩৫), মাঝপাড়ার কিতাব আলীর ছেলে ৩ সন্তানের জনক নজির আহম্মেদ (৪৫), খোদা বক্সের ছেলে ২ সন্তানের জনক জজ মিয়া (৩২), ভোলাই মণ্ডলের ছেলে ১ সন্তানের জনক বিল্লাল হোসেন (৪৫), বাবুল হোসেনের ছেলে ২ সন্তানের জনক হাফিজুল (৩৫), ফরজ আলীর ছেলে তরিকুল (২৮), কিতাব আলীর ছেলে সোহরাব (৫০), মিনাজ উদ্দিনের ছেলে আলী হোসেন (৫২) আজান আলীর ছেলে আলতাফ (৪০), আমদ আলীর ছেলে নুরুল (৫৫), লুতফরের ছেলে গাজি মিয়া (৪০) খালপাড়ার গাজি মিয়ার ছেলে আলমসাধু চালক শান্ত (২৫), লিয়াকত আলীর ছেলে শাহীন (২০), রমজান আলীর ছেলে ৩ সন্তানের জনক রফিকুল (৫৫), গোলাম রহমানের ছেলে ২ সন্তানের জনক ইজ্জত আলী (৫৫) ও সুলতানপুরের ফিরোজ আলীর ছেলে ১ সন্তানের জনক শফিকুল (২৭)।
দুর্ঘটনার দিনই চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রধান করা হয়েছিলো। বিকেলে ১৩ জনের লাশ জানাজা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্মআহ্বায়ক মাহমুদুর রহমান খান বাবুর পক্ষে প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেয়া হয়। সে মোতাবেক গতকাল মঙ্গলবার বিকেলে দামুড়হুদার বড়বলদিয়া স্কুলমাঠে অনুষ্ঠিত বিএনপির দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বিএনপি নেতা গোলাম রহমান মাস্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাজা আবুল হাসনাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, ইদ্রিস আলী, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক আশরাফুল হক বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা আবু সাঈদ, আমির হোসেন মদনা, রহমান মালিথা, আব্দুল ওয়াহেদ, রফিকুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, হযরত আলী, নাসরিন সুলতানা পারুল, সুলতান, আক্তার মাস্টার, আ. রশিদ কালু, মামুন রেজা, সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন, মিজানুর রহমান, মোমিনুল ইসলাম, যুবনেতা নজরুল মাস্টার, লিটন, সরোয়ার, মিঠু, ছাত্রনেতা সবুজ, আমির, নাসির প্রমুখ। নিহত ও আহতদের মধ্যে ২৫টি পরিবারের সদস্যের হাতে বিএনপি নেতা বাবু খানের পক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়। সভায় নিহতদের আত্মর মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা প্রার্থনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সেই সাথে নিহত ও আহতের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।