জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর থানার এসআই সিরাজুল আলম সঙ্গীয় র্ফোসসহ আন্দুলবাড়িয়ার মণ্ডলপাড়ায় অভিযান চালিয়ে নানা অপরাধের সাথে জড়িত সন্দেহ হাসানকে আটক করেন। আটককৃতকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
জানা গেছে, আন্দুলবাড়িয়া মণ্ডলপাড়ার আজু শেখের ছেলে হাসান (৩২) এলাকায় নানা অভিযোগে অভিযুক্ত। গত রোববার দিনগত রাত আড়াইটার দিকে হাসান খাপাড়ার তোতার ছেলে রোমনকে (২৮) সাথে নিয়ে মণ্ডলপাড়ার সরকারি পুকুর পাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে কাঁচামাল ব্যবসায়ী আজিজুল হকের বাড়িতে গরু চুরি করতে যায়। গৃহকর্তা সজাগ না বেঘোরে ঘুমিয়ে তা দেখতে জানালায় উঁকি দিয়ে টর্চ লাইট মারে। গৃহকর্ত আজিজুল হক এ তথ্য জানিয়ে বলছেন, টের পেয়ে উঠে পিছু নিই। আমার উঠে আসা দেখে ওরা বাড়ির সামনে পাঁকা রাস্তার পাশে জঙ্গলে টর্চ লাইট মেরে কি যেন খোঁজাখুঁজি করতে থাকে। নাম জিজ্ঞাসা করতে হাসান ও রোমন বলে পরিচয় দেয়। মোবাইলফোন কানে দিয়ে কোথায় কার সাথে কথা বলছিলো। কয়েক মিনিট পর মিনি পিকআপ এসে হাজির। পিকআপ দাড়ালে তাতে উঠে সরোজগঞ্জের দিকে চলে যায়। চিতকার ও চেচামেচিতে প্রতিবেশীদের ঘুম ভাঙে।
তিনি অভিযোগ তুলে বলেন, ওরা পিকআপ ভিড়িয়ে আমার গরু চুরির উদ্দেশে ঘরের জানালায় উঁকি দিয়ে র্টচলাইট মারে। রাতেই কয়েকজন যুবক ওই জঙ্গল থেকে ওদের রেখে যাওয়া শিকল কাটা কাতারী উদ্ধার করে। পুলিশ অভিযুক্ত হাসানকে আটক করার পর জনতার নিকট থেকে শিকল কাটা কাতারী উদ্ধার করেছে। চলছে আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদ। আজ সঙ্গলবার আটককৃত হাসানকে পূর্বের একটি মামলায় আদালতে সোর্পদ করা হবে বলে জীবননগর থানার এসআই সিরাজুল আলম মাথাভাঙ্গাকে নিশ্চিত করেন।