আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ-ছাত্রলীগ নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা শেখ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরাফাত হোসেন শিপন ও ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে মিথ্যা মামলায় গ্রেফতার ও নিঃশর্ত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর আন্দুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি আন্দুলবাড়িয়া খাপাড়া থেকে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। যুবলীগ নেতা শেখ বিল্লাল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ নাসিম রেজা, সহসভাপতি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক শরাফাত হোসেন শিপন, যুবলীগ নেতা তানভীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহাফুজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, নাহিদ, হাছিব, সাফিন, আওয়াল ও রজব আলী প্রমুখ। সমাবেশে বক্তরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দিনগত রাতে জীবননগর থানা পুলিশ একটি মারামারি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ইউনিয়ন যুবলীগনেতা শেখ বিল্লাল হোসেন, ইউনিয়ান ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শরাফত হোসেন ও ছাত্রলীগনেতা মেহেদী হাসানকে গ্রেফতার করে। পুলিশ গতকাল বুধবার গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করলে বিজ্ঞ আদালত শুনানী শেষে তাদের জামিন মজ্ঞুর করেন।

 

Leave a comment