চুয়াডাঙ্গার এএসপি তরিকুল ইসলামের সাথে সুধীজনদের মতবিনিময়

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সুধীজনদের সাথে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় জেহালা ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মেহেদী রাসেল, মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মহাসিন আলী, কামাল হোসেন, ইদ্রিস আলী, হাসিবুল মেম্বার, হিরালাল মেম্বার, ওহিদ আলী মোল্লা মেম্বার, মজিদ মেম্বারসহ ৯ মেম্বারগণ।