দারিয়াপুরে শিক্ষার সহায়ক পরিবেশ সৃষ্টিতে মউকের ফলোআপসভা অনুষ্ঠিত

 

আমঝুপি প্রতিনিধি: মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউকের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টিতে গত ২০ ও ২১ মার্চ দারিয়াপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত ২ দিনব্যাপী ফলোআপ কর্মশালার সভাপতিত্ব করেন দারিয়াপুর ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি ওয়াজেদ আলী। প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী। কর্মশালার লক্ষ্য উদ্দেশ্যসহ শিক্ষার পরিবেশ উন্নয়নে কমিউনিটি উদ্যোগসমূহ বর্ণনা করেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। সভার ফ্যাসিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরপুর পিটিআই উপ-পরিচালক স্বপন কুমার বিশ্বাসসহ এলাকার কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ। সভায় অংশ নেন মোনাখালী ইউনিয়নের এমএমসি সদস্য, পিটিএ কমিটির সদস্য ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীদের অভিভাবকরা। সভার সকল অংশগ্রহণকারী প্রতিশ্রুতি দেন ২০১৮ সালের মধ্যে মউক ও কমিউনিটির যৌথ উদ্যোগে প্রতিটি শিক্ষার্থী ও বিদ্যালয়ের জন্য শিক্ষা সহায়ক পরিবেশ নিশ্চিত হবে।