দামুড়হুদার বড় দুধপাতিলা চৌরাস্তা মোড় নামক স্থানে ছিনতাইকারীদের তাণ্ডব : পৌনে ২ লাখ টাকা ছিনতাই

 

বেগমপুর প্রতিনিধি: দামুড়হুদার ডুগডুগি-দোস্ত সড়কের বড়দুধপাতিলা চৌরাস্তা মোড় নামক স্থানে সশস্ত্র ছিনতাইকারীরা গরুর বেপারীদের পাউরটিলারের গতিরোধ করে তাণ্ডব চালিয়েছে। ছিনতাইকারীরা গরুব্যবসায়ীদের মারপিট করে ছিনিয়ে নিয়েছে নগদ টাকা মোবাইলফোনসহ অন্যান্য মালামাল। পথচারী এবং পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

গতকাল সোমবার ছিলো দামুড়হুদা ডুগডুগির পশুর হাট। সন্ধ্যা সোয়া ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার পাড়ার হাতেম আলীর ছেলে গরুর বেপারী জসিম উদ্দীন (৩২), শঙ্করচন্দ্র গ্রামের শুকুর আলীর ছেলে শাহাবুদ্দীন (৫০) ও একই গ্রামের পাউরটিলারচালক শফিরদ্দীনের ছেলে শরিফুল ইসলাম ডুগডুগি পশুহাটে গরু বেচা-বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা পাউরটিলার নিয়ে ডুগডুগি-দোস্ত সড়কের বড় দুধপাতিরা চৌরাস্তা মোড় নামক স্থানে পৌছুলে ১০-১২ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। ছিনতাইকারীরা মারপিট করে জসিমের নিকট থেকে ১ লাখ ৭০ হাজার নগদ টাকা ১টি মোবাইলফোন, শাহাবুদ্দীনের নিকট থেকে ১টি মোবাইলফোন, পাউরটিলারচালক শরিফুল ইসলামের নিকট থেকে ৭শ টাকা ও ১টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। পাউরটিলার চালক শরিফুল জোরদবস্তি করায় তাকে বেধড়ক মারপিট করে ছিনতাইকারীরা। এদিকে ছিনতাইকারীদের সাথে গরুর বেপারীদের মধ্যে যখন উচ্চস্বরে কথা হচ্ছিলো তখন পথচারীরা হিজলগাড়ি ক্যাম্প পুলিশকে খবর দেয়। দোস্ত বাজারে টহলরত হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্স এবং এলাকাবাসীকে সাথে করে প্রতিরোধ গড়ে তুলে ঘটনাস্থলে পৌঁছায়। ততোক্ষণে পুলিশি উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ঘটনাস্থল থেকে গরুর বেপারীদের উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ছিনতাইয়ের ঘটনা আমার জানা নেই। তবে সেখানে এসআই জাহাঙ্গীরকে পাঠিয়েছিলাম।