স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, ফাতেহা পাঠ ও দোয়া করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যগণ। গতকাল সোমবার বাদ যোহর নির্বাচিত সদস্যদের নিয়ে পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন এই শ্রদ্ধাঞ্জলি দেন। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় সুরা ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মাওলানা নুরুল ইসলাম। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, নির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী সদস্যসহ জেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম সাহান, মাফলুকাতুর রহমান সাজু, মাহবুবুর রহমান মোল্লা, তপন কুমার বিশ্বাস, খলিলুর রহমান, আশাবুল হক, রকিবুল হাসান, সিরাজুল ইসলাম, শফিউল কবীর ইউসুফ, জাফর আলী, মোসাবুল ইসলাম লিটন, শফিকুল আলম, নুরুন্নাহার কাকলী, হাসিনা খাতুন, কাজল রেখা, তানিয়া বেগম ও মিতা খাতুন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলী আহমেদ, এপিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, বড় গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের, খাসকররা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাফসীর আহমেদ লাল, গোকুলখালী ডা. আফসার উদ্দীন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুব ইসলাম সেলিম, আমজাদ হোসেন সজীব ও শাহীন রেজা।