জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার তরুণ সমবায়ী সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলা সমবায় দফতরের আয়োজনে সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি মূলমন্ত্র নিয়ে এ ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেনের সভাপতিত্বে এ প্রশিক্ষণ হয়। উপজেলার ৫টি সমবায় সমিতির ২৫ জন তরুণ সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। জেলা সমবায় অফিসের প্রশিক্ষক নূর আলম দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন।