জীবননগর বেনীপুর বাওড়ের নিখোঁজ নাইট গার্ডের লাশ বাওড় থেকেই উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বেনীপুর বাওড়ের নাইটগার্ড খলিলুর রহমান নিখোঁজের এক দিন পর বাওড় থেকেই তার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাওড় থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। গত রোববার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা যায়।

এলাকাবাসীসূত্রে জানা যায়, জীবননগর উপজেলার বেনীপুর বিশ্বাসপাড়ার আব্দুল হাই মাতব্বরের ছেলে খলিল বেনীপুর বাওড়ে নাইটগার্ডের চাকরি করতেন। রোববার তিনি নৌকায় করে বাওড় টহলে বের হয়ে নিখোঁজ হন। গতকাল সন্ধ্যায় তার লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। এ সময় খবর দেয়া হয় জীবননগর থানায়। পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে।

এদিকে খবর পেয়ে জীবননগর থানা অফিসার ইনচার্জ এনামুল হক, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ও সেকেন্ড অফিসার এসআই মকবুল হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে পাঠানো হবে বলে থানাসূত্রে জানা গেছে।