বিগ থ্রি’ বদলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট

 

মাথাভাঙ্গা মনিটর: কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট ম্যাচ জয় করায় বিশ্বজুরে টাইগার বন্দনা শুরু হয়েছে। নামী দামী সাবেক খেলোয়াড়, ক্রিকেট বিশ্লেষক অনেকেরই নজর পড়েছে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির দিকে। বাংলাদেশের ক্রিকেট বিশেষ করে টেস্ট ক্রিকেটে উত্থান নিয়ে ভারতীয় পত্রিকা উইজডেন ইন্ডিয়া রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটির জ্যেষ্ঠ সম্পাদক সৌম্য দাশগুপ্তের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের টেস্ট ক্রিকেটর এই বদলের পেছনে আছে ‘বিগ থ্রি’র বিশেষ অবদান।

এই ‘বিগ থ্রি’ কিন্তু ক্রিকেট বিশ্বের তিন মোড়ল দেশ নয়; তারা হলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। তাদের বিশ্লেষণে বাংলাদেশ ক্রিকেটের এই তিন সেরা তারকাই টেস্ট ক্রিকেটে বদলে দিয়েছে বাংলাদেশকে। আর এই ‘বিগ থ্রি’র সহযোগী হিসেবে দারুণ অবদান রেখে চলছেন তরুণ মুস্তাফিজ, সাব্বির, সৌম্য ও মেহেদী মিরাজরা। বাংলাদেশের এই দারুণ দলটির নিউক্লিয়াস হলেন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। হাথুরুসিংহেকে খুব উঁচু মানের একজন কোচ হিসেবে উল্লেখ করেছেন লেখক। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তার ওপর পূর্ণ আস্থা রাখতে পারে।রিপোর্টে বলা হয়েছে, তামিম ইকবাল বাংলাদেশের সর্বশেষ ৭টি টেস্ট খেলেছেন। এরমধ্যে ১টি সেঞ্চুরি আছে তার। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে তিনি ১০৪ রানের ইনিংসটি খেলেছিলেন। হাফ সেঞ্চুরি আছে ৪টি। যার মধ্যে দুটি ৭৮ এবং ৮২ রানের ইনিংস যা সেঞ্চুরি হতে পারত! বাকি দুটো হাফ সেঞ্চুরি ৫৬ এবং ৫৭ রানের। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রান করেছিলেন।

অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি (২১৭) হাঁকিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর কলম্বো টেস্টে অতি প্রয়োজনের সময় ১১৬ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া ৭ টেস্টে তার ২টি হাফ সেঞ্চুরি আর বল হাতে ২৯ উইকেট। মুশফিক নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে এবং ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে পরপর দুটি সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে করেছিলেন ৮৫ রান। যেটি সেঞ্চুরি হলে টানা তিন ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়তে পারতেন তিনি।

রিপোর্টটিতে বলা হয়েছে, তিন তারকার এসব অবদান যেমন স্কোরবোর্ডের উপকার করছে তেমনি এসব দেখে উৎসাহিত হচ্ছে জাতীয় দলের তরুণ প্রজন্ম। এভাবেই দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বদলে গেছে বাংলদেশের ক্রিকেট- এটা অস্বীকার করার নুন্যতম চেষ্টাও কেউ করবে না। র‌্যাঙ্কিঙের তলানি থেকে উঠে এসে বাংলাদেশ এখন ওয়ানডে ক্রিকেটের ৭ নম্বর দল। টেস্ট র‌্যাঙ্কিঙের উন্নতি না হলেও এখন ভালো করার কিছু আভাস পাওয়া যাচ্ছে। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, এরপর শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক শততম টেস্টে জয় তুলে নিয়ে উন্নতির আভাসটাই দিচ্ছে টাইগাররা। ভারতের বিপক্ষে শততম ওডিআই ম্যাচে জয়ের পর যেমন বদলে গেছে ওডিআই ক্রিকেট তেমনি করে শততম টেস্ট ম্যাচে জয় টাইগারদের টেস্টের ভবিষ্যতও পাল্টে দিতে পারে কি না দেখা যাক?