দৌলতপুর সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সেলিম মোল্লা নামের এক ডাকাত নিহত হয়েছে। গত বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আদাবাড়িয়া-শেহালা সড়কের বাধা বটতলার পাশে মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর জানান, গভীর রাতে ওই এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি দল এ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ সেখান থেকে আহত অবস্থায় সেলিম নামে একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এলজি, এক রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর জানান, সেলিমের (৩৮) বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ ১০ মামলা আছে।