আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সম্রাট আইনাল ও গাঁজাব্যবসায়ী মনাকে আটক করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা আলমডাঙ্গা পৌর এলাকার আইনালকে আটকেরপর ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করে ও উপজেলার রামদিয়া গ্রামের মনাকে আটকের পর ৫০ গ্রাম গাঁজা উদ্ধারকরে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ফকিরপাড়ার আ. মালেক শেখের ছেলে আইনাল শেখ (৩৫) দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা শহরসহ আশপাশ এলাকায় খুচরা ও পাইকারী ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও গাঁজা বিক্রি করতো। গতপরশু বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিটিম মাঠের পাশে গাঁজা বিক্রি করার সময় আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান ও এএসআই হুমায়ন আইনারকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
অপরদিকে আলমডাঙ্গা থানার এসআই মিজান উপজেলার রামদিয়া গ্রামের অভিযান চালিয়ে রামদিয়া গ্রামের মৃত সামছদ্দিনের ছেলে মনা (৩৫) আটক করে। আটকের পর তার নিকট তেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। মনা এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি আসছিলো। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।