আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা চত্বরে নেশা করার সময় হাতেনাতে ৩ জনকে আটক করে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নেশা করার সময় উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান তাদেরকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেন। গতকাল শুক্রবার আরেক নেশাখোরকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামের পিন্টু মোল্লার ছেলে বাচ্চু (২৮) ও স্টেশনপাড়ার আমদ আলীর ছেলে বিদ্যুত (২৮) দুই বন্ধু মিলে উপজেলা নির্বাহী অফিসারের অফিসের পাশেই আম বাগানে বসে নেশা করছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের নজরে পড়ে। তিনি অফিস থেকে বের হয়ে তাদেরকে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নেশা করার অপরাধে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল সকালে পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে সালামতকে নেশা করার সময় আটক করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সালামতকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় আলমডাঙ্গা থানা পুলিশের এসআই জিয়াউর রহমান ও এসআই আমীর হোসেন উপস্থিত ছিলেন।