মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ান ক্লাব এফসি রোস্তভের বিপক্ষে দ্বিতীয় লেগ জিতে ইউরোপা লিগের কোয়ার্টারফাইনালে উঠলো ম্যানচেস্টার ইউনাইটেড। গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ম্যান ইউ ১-০ গোলে হারিয়েছে রোস্তভকে। প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র ছিলো। ফলে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ আটে উঠে ম্যান ইউ।
গেল সপ্তাহে রোস্তভের মাঠে প্রথম লেগ খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ মিনিটে লিড নিয়েও ম্যাচটি জিততে পারেনি ম্যান ইউ। ৫৩ মিনিটে গোল দিয়ে ১-১ সমতায় ম্যাচ শেষ করে রোস্তভ। তাই দ্বিতীয় লেগের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিলো উভয় দলের কাছেই। তবে প্রতিপক্ষের মাটিতে এক গোল দেয়ায় শেষ আটের দিকে এগিয়ে ছিলো ম্যান ইউ। তাই দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে কিছুটা সর্তকই ছিলো স্বাগতিকরা।