টিপ্পনী

খবর:(চুয়াডাঙ্গার পাঁচমাইলে দোকানে বোমা মেরে টাকা লুট)

দুর্বৃত্তের হানা
কেমন তা খুব জানা
তাই তো ওদের আশে পাশে
যেতে সবার মানা।

সারা জীবন শুনি
ওরা ঘাতক খুনি
ভালো লোকের সাথে ওদের
হয় না বনাবুনি।

ওদের দু’কান কাটা
মাঝ পথে দেয় হাঁটা
পড়লে ফাঁদে স্বভাব দেখি
নেতার দু’পা চাটা।

দুর্বৃত্তও লোক
যা হয়ে যায় হোক
ওদের জন্যে হয় না কারো
তিল পরিমাণ শোক।

-আহাদ আলী মোল্লা
১৭.০৩.২০১৭