কুষ্টিয়ায় ট্রাক চাপায় যুবক নিহত

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ট্রাক চাপায় জামিরুল (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ঝাউদিয়া মহাবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিরুল পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি এলাকার কিতাবুদ্দিনের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, জামিরুল বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে ঝাউদিয়া বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে মহাবিদ্যালয়ের সামনে পৌঁছুলে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।