চুয়াডাঙ্গা সদরের ধুতুরহাট ব্রিজ থেকে বালিয়াকান্দি ব্রিজ পর্যন্ত নবগঙ্গা নদী পুনঃখনন কাজে অনিয়মের অভিযোগ
ডিঙ্গেদহ/সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট ব্রিজ থেকে বালিয়াকান্দি ব্রিজ পর্যন্ত নবগঙ্গা মরা নদী পুনঃখনন কাজে অনিয়মের অভিযোগে এনে পদ্মবিলা ইউনিয়নের বুড়োপাড়া গ্রামের ১৬৪ জন নারী ও পুরুষ স্বাক্ষরিত চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বুড়োপাড়া গ্রামবাসী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট অভিযোগপত্রটি প্রদান করেন। এর কপি দৈনিক মাথাভাঙ্গাসহ দুর্নীতি দমন কর্মকর্তা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট প্রদান করা হয়। অভিযোগে জানানো হয় চলতি অর্থবছরে মৎস্য অধিদফতর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত হয়ে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্প বাস্তবায়নের জন্য ধুতুরহাট ব্রিজের নিকট থেকে বালিয়াকান্দি ব্রিজ পর্যন্ত নবগঙ্গা মরা নদী পুনঃখনন কাজ যেনতেনভাবে করছে। নদীর পানি না ছেকে শুধু দুই পাড়ের দুই ধার কেটে যাচ্ছে। নদীর তলদেশের মাটি আদৌ না কেটে প্রকল্পের অর্ধেকের বেশি কাজ সম্পন্ন করেছে। সুফলভোগী সদস্যদের নিয়ে গঠিত সমিতি সম্পূর্ণ অনিয়ম ও বিধিবহির্ভূত। অভিযোগে আরও বলা হয়, ধুতুরহাট ব্রিজের নিকট একটি দলের সাইনবোর্ড দিয়া যেনতেনভাবে ৩টি পিআইসির কাজ সম্পন্ন করেছে। যা মোট কাজের অর্ধেকের বেশি। নদী পুনঃখননের কাজটি সরেজমিনে তদন্ত করে পুনঃখননের নামে সরকারি অর্থ তছরুপের হাত থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে পদ্মবিলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডবাসী।