পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার পাঁচমাইল বাজারে হাসান স্টোরে বোমা মেরে ডাকাতির ঘটনায় হাসান আলী বাদী হয়ে থানায় ৭ জনের নামে মামলা করেছেন। এ ব্যাপারে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচমাইল বাজারের হাসান স্টোরের মালিক হাসান হাসান আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে কয়েকটি মোটরসাইকেল নিয়ে ফিল্মিস্টাইলে ৬-৭ জনের একদল দুর্বৃত্ত দোকানে হামলা চালায়। তারা দোকানের সামনে পরপর দুটি বোমা ছুড়ে মারে। এ সময় তিনি রক্তাক্ত জখম হন। হামলাকারীরা ক্যাশবাক্স ভেঙে ১ লাখ ২০ হাজার টাকা লুট করে। বাজারের লোকজন ছুটে এলে ডাকাতরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেল দুটি ভাঙচুর করে। রাতে খবর পেয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মোটরসাইকেল দুটি জব্দ করেন। রাতেই হাসান স্টোরের মালিক হাসান আলী বাদী হয়ে ৮ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুর রহমান জানান, মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত স্বপন আলী সদর উপজেলার সুবদিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি আরও জানান, স্থানীয় ঢাকা টোব্যাকো কোম্পানির তামাক ক্রয়কেন্দ্রে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে রেষারেষির জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।