দামুড়হুদায় প্রয়াত দু প্রধান শিক্ষকের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত দু প্রধান শিক্ষক ওয়াহেদ মুরাদ ও রবিউল হকের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দশমী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রধান শিক্ষক সমিতির আয়োজনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার সাকী সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় স্মৃতিচারণ করেন ইউআরসি ইনস্ট্রাক্টর জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার নূরজাহান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, তাজকীর আহমেদ, আবিদ আজাদ, মমতাজ পারভীন, হুমায়ুন কবির, প্রধান শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক স্বরুপ দাস সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক এলি জাভেদ আরতি হালসানা, হেলেনা পারভীন, কুতুব উদ্দিন, শামসুন্নাহার, আইয়ুব আলী, সাহাবুদ্দিন, হারুন অর রশিদ প্রমুখ। স্মৃতিচারণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার নূরজাহানের বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ইয়াছনবী।