শাহাদাৎ হোসেন লাভলু: আলমডাঙ্গার ভাংবাড়িয়া একাডেমি ক্লাবের আয়োজনে টি-টোয়েন্টি আলমডাঙ্গা কলেজপাড়া একাদশ ক্লাবকে হারিয়ে হারদী ইয়থ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও নগদ ৭ হাজার টাকা তুলে দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় অনুষ্ঠিত আলমডাঙ্গার ভাংবাড়িয়া হাইস্কুল মাঠে আলমডাঙ্গার কলেজপাড়া একাদশ ক্লাবকে হারিয়ে হারদী ইয়থ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। টস জিতে হারদী ইয়থ ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০ ইউকেটে ১৫২ রান সংগ্রহ করে। জবাবে দুই বল হাতে থাকতে অলআউট ১১০ রান সংগ্রহ করে আলমডাঙ্গা কলেজপাড়া একাদশ ক্লাব। খেলার ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের রাতুল। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন মানিক। মোস্তফা আহম্মেদ মাস্টারের সভাপতিত্ব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ নবনির্বাচিত সদস্য আশাবুল হক ঠান্ডু, ইউনিয়ন যুবলীগ নেতা শাহাবুল ইসলাম, মিজানুর রহমান বাদল প্রমুখ। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও নগদ ৭ হাজার টাকা তুলে দেন ভাংবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ফেরেজুল ইসলাম, রানারআপ দলের হাতে ট্রফি ও নগদ ৩ হাজার টাকা তুলে দেয় রিপন হোসেন। খেলায় অ্যাম্পায়ার ছিলেন সজিব আহাম্মেদ ও ইশতাহাক খান।