ঝিনাইদহে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শহরের নতুন হাটখোলা মাছ বাজার থেকে ৩ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিপিসি-২ (র‌্যাব-৬)। গতকাল বুধবার বেলা ৩টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নানুয়া গ্রামের নমাজি মণ্ডলের ছেলে সাব্দুল হোসেন (৩০) ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে আখিরুল ইসলাম (২৬)। ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিপিসি-২ (র‌্যাব-৬)’র কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, শহরের নতুন হাটখোলা মাছ বাজারে মাদকব্যবসায়ীরা মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সে সময় গায়ের সাথে অভিনব কায়দায় পেচানো অবস্থায় ৩ কেজি গাঁজাসহ ওই দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হবে বলে জানায় র‌্যাব।