তিন রোভার পায়ে হেঁটে কুষ্টিয়া হয়ে মেহেরপুরের পথে

 

কুষ্টিয়া প্রতিনিধি: নারী উত্ত্যক্তবিরোধী সচেতনতায় রাজশাহী কলেজের ৩ রোভার হেঁটে কুষ্টিয়া হয়ে মুজিবনগর স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন। তারা রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে গত রোববার সকাল ৭টায় ৫ দিনের পরিভ্রমণ যাত্রা শুরু করেন। গতকাল বুধবার দুপুরে তারা কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে।

ওই তিন রোভার হলেন- শামীম রেজা, ফিরোজ কবির ও সাইদুর রহমান। তারা ৩ জনই রাজশাহী কলেজের শিক্ষার্থী। তারা এই ১৫০ কিলোমিটার যাত্রাপথে বিভিন্ন বিদ্যালয়ে নারী উত্ত্যক্ত ও জঙ্গিবাদ বিরোধী প্রচার-প্রচারণা চালাবেন। এছাড়া তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। গতকাল বুধবার বিকেলে তারা উপজেলার আমলা প্রেসক্লাবে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিদ্দিক আলী, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার, আব্দুর রাফেত বিশ্বাস কলেজের প্রভাষক ও আমলা প্রেসক্লাবের উপদেষ্টা হামিদুল ইসলাম, সাংবাদিক রুবেল আহম্মেদ নান্নু, জাহিদ হাসান প্রমুখ। ১৬ মার্চ মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পৌঁনোর মধ্যদিয়ে তাদের ৫ দিনের পরিভ্রমণ শেষ হবে।