স্টাফ রিপোর্টার:
চলতি বছর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। গতকাল অনুষ্ঠিত হলো টুর্নামেন্টের ড্র। এতে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পুরনো শত্রু ইংল্যান্ডকে। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তী ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। যিনি ১৯৭৯ সালে শিরোপা জয়ী আর্জেন্টাইন দলেরও সদস্য ছিলেন। ম্যারাডোনা টুর্নামেন্টের ট্রফিটিকে চুমো খেতে খেতে মঞ্চে নিয়ে আসেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ১৯৯৭ সালের শিরোপা জয়ী স্বদেশী ফুটবলার পাবলো আইমার।
এবারের আসরে অংশগ্রহণ করছে ২৪টি দেশের বয়সভিত্তিক দল। চারটি করে দলকে নিয়ে প্রথমিক পর্বের গ্রুপ করা হয়েছে। তবে নিয়মানুযায়ী স্বাগতিক দক্ষিণ কোরিয়া সরাসরি এ গ্রুপের এক নম্বর দল হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে। ড্র-তে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের পাওয়ার হাউজ হিসেবে পরিচিত আর্জেন্টিনা ওই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। গ্রুপের বাকি দল দুটি হচ্ছে ইংল্যান্ড ও গায়ানা। ১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ‘ঈশ্বরের হাতের’ গোলে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনাকে শেষ চারে পৌছে দেয়া ম্যারাডোনা ড্র অনুষ্ঠানে নিজের দেশের নামটিই তুলে স্বাগতিক দলের গ্রুপে অন্তর্ভুক্ত করে দেন। পরের মিনিটেই আইমার ইংল্যান্ডের নামটি তুললে ওই গ্রুপের সদস্য হয়ে যায়।
এবারের আসরে খেলার সুযোগ অর্জন করতে পারেনি ২০১৫ সালের শিরোপা জয়ী সার্বিয়া ও রানারআপ ও ৫ বারের শিরোপা জয়ী ব্রাজিল। দুটি দলই বাছাইপর্ব থেকে ছিটকে পড়েছে। ২০১৩ আসরের শিরোপা জয়ী ফ্রান্স এবারের আসরে ই’ গ্রুপ ভুক্ত হয়েছে। ওই গ্রুপের বাকী সদস্যরা হল শক্তিশালী নিউজিল্যান্ড, হন্ডুরাস ও ভিয়েতনাম।