তিস্তা চুক্তিও প্রধানমন্ত্রী করবেন : কাদের
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তা চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। নিয়ম-কানুন সম্পন্ন করে যেকোনো সময় চুক্তি হতে পারে। দেশের স্বার্থের অনুকূলে যেকোনো চুক্তি খোলামেলাভাবে করা হবে। গঙ্গার পানির চুক্তি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিস্তা চুক্তিও তিনি করবেন। গতকাল বুধবার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার দক্ষিণ অমরপুর শিউলি-একরাম প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্বোধনকালে এক সমাবেশে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপ্রিলে ভারত যাচ্ছেন, সেখানে দ্বিপাক্ষিক চুক্তি হবে। সে চুক্তি হবে বাংলাদেশের জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে আর তা হবে প্রকাশ্যে। কোন চুক্তিই গোপনে হবে না। একচল্লিশ বছরে ভারতের সাথে যে চুক্তি সমাধান করা সম্ভব হয়নি, শেখ হাসিনা গঙ্গা চুক্তি করে তা সম্ভব করেছেন। কাজেই তিস্তা চুক্তি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। এ নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে বিএনপি।
ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি হবে আত্মঘাতী : বিএনপি
স্টাফ রিপোর্টার: আগামী এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে বাংলাদেশ-ভারতের মধ্যে কোনো সামরিক বা প্রতিরক্ষা চুক্তি হলে তা আত্মঘাতী এবং জাতীয় স্বাধীনতাবিরোধী হবে বলে জানিয়েছে বিএনপি। দলটি বলছে, দাসত্বের শৃঙ্খলে বাধার যেকোনো চুক্তি জনগণ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন প্রতিহত করবে। বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির এ অবস্থানের কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান, কেন্দ্রীয় নেতা হাবিবুবুল ইসলাম হাবিব, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী বলেন, ভারতের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি হলে তা হবে আত্মঘাতী এবং জাতীয় স্বার্থবিরোধী। এ ধরনের রাষ্ট্রবিরোধী প্রতিরক্ষা চুক্তি হলে তা দেশের জনগণ কোনোদিন মেনে নেবে না, বরং তা প্রতিরোধে সর্বশক্তি দিয়ে এগিয়ে আসবে। তিনি বলেন, চীনের কাছ থেকে বাংলাদেশ সাবমেরিন কেনার পর ভারত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বেশি করে চাপ প্রয়োগ করছে। ভারতের সাথে বাংলাদেশের অনেক বিষয় অমীমাংসিত থাকলেও প্রতিরক্ষা চুক্তি করার জন্য উঠেপড়ে লেগেছে।
বঙ্গবন্ধুর জন্মদিন ‘জাতীয় শোক দিবস’!
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসনের (ডিসি অফিস) মাত্র পৌনে দুই লাইনের একটি চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে ওই চিঠিতে জাতীয় শোক দিবস বলে উল্লেখ করেছে রাজশাহী জেলা প্রশাসন। দিবসটি পালনে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রাজশাহী উপকেন্দ্রের প্রধানকে এই চিঠি দেয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রক্তিম চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শোকদিবস ২০১৭ পালন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারের বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠির তারিখ ৮ মার্চ ২০১৭ ও স্মারক নং ০৫.৪৩.৮১০০.০১৩.০৮.০৩৭.২০১৭-৩০২। এদিকে বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শোক দিবস উল্লেখ করে চিঠি লেখায় তীব্র ক্ষোভ জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, জাতির পিতার জন্মদিন বা জাতীয় শিশু দিবসকে জেলা প্রশাসন জাতীয় শোক দিবস লিখেছে। এটি ভুল নয়। নিঃসন্দেহে ঔদ্ধত্যপূর্ণ। এই চিঠির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর অবদান স্বীকার করতে চায় না ও অসম্মান করে তারাই একাজ করেছে। এটি খাটো করে দেখার সুযোগ নেই। এ বিষয়ে সহকারী কমিশনার রক্তিম চৌধুরীর দফতরে যোগাযোগ করা হলে জানানো হয়, তিনি ঢাকায় আছেন।
মীমাংসার কথা বলে গৃহবধূকে চেয়ারম্যানের ধর্ষণ!
স্টাফ রিপোর্টার: পারিবারিক বিরোধ মীমাংসা করে দেয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টের একটি কক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকী নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই গৃহবধূকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। নির্যাতিত ওই গৃহবধূ জানান, শ্বশুরবাড়ির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ বিষয়ে চেয়ারম্যান মিল্টন সিদ্দিকীর কাছে একটি লিখিত অভিযোগ দেন শ্বশুর জোয়াদ আলী। ওই বিরোধ নিষ্পত্তি করে দেয়ার কথা বলে মনির নামে এক ছেলেকে দিয়ে ইউনিয়ন পরিষদে ডেকে পাঠান তাকে। ওই ছেলে কৌশলে তাকে এলেঙ্গা রিসোর্টের একটি কক্ষে নিয়ে যায়।