আমঝুপি প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কৃষিতে নারীর অবদান, স্বীকৃতি এবং করণীয় শীর্ষক এক সেমিনার গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এএলআরডির সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম মেহেরপুরের সভাপতি রফিক-উল-আলমের সভপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন মো. খায়রুল হাসান ও স্বপন কুমার খাঁ। নারী দিবসের তাৎপর্যসহ মূল প্রবন্ধ পাঠ করেন শ্বাশত নিপ্পন। আলোচনায় অংশগ্রহণ করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বশির আহাম্মেদ, জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহসভাপতি নুরজাহান বেগম, শিক্ষক সিরাজুল হক, সাংবাদিক আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুরাদ হোসেন।