মেহেরপুরে ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ৩ দিনের কর্মশালা সম্পন্ন

 

মেহেরপুর অফিস: তথ্য মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী কর্মশালা গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা পরিষদ মিলায়নতনে সম্পন্ন হয়। শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের এ কর্মশালার বিষয়বস্তু ছিলো ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্রাকটিস। আলহাজ গোলাম রসুল জেলা পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথি থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণের সনদ বিতরণ করেন। গত ১০ মার্চ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল হাসানের সভাপতিত্বে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ওয়ালিউর রহমান প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করেন। ১০ ও ১১ মার্চ কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে। এ সময় উপস্থিত ছিলেন কর্মশালা উপদেষ্টা পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) নজরুল ইসলাম, কর্মশালা পরিচালক উপপরিচালক (প্রশাসন) মুনজুরুল আলম এবং কর্মশালা রেপুটিয়ার সহকারী পরিচালক (ক্যামেরা) মাসুদ মনোয়ার ভূঁইয়া।