বৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জন কুমার পালের পরোলোক গমন

ডকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের বৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জন কুমার পাল পরোলোক গমন করেছেন। গতকাল রোববার ভোরে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও কিডনি জনিত রোগে ভুগছিলেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের অধির পালের ছেলে। গতকাল দুপুর ১২টায় বৈডাঙ্গা শ্মশান ঘাটে তার শেষকৃত অনুষ্ঠান সম্পন্ন করা হয়। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ছেলে, আত্ময়ীস্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেন। ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইত্তেফাকের সিনিয়ার সাব এ্যাডিটর আশরাফুল ইসলাম, সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলা উদ্দীন আল মামুন, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিএম আলী হোসেন, সাধারণ সম্পাদক মুন্সি মোহা. শাহিন রেজা সাঈদ, বৈডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দিলিপ কুমার দে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানূর আলম, বৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম গভীর শোক জানিয়েছেন।