জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় ২০১৬-২০১৭ অর্থ বছরে খরিপ মাসুমে মুগ প্রনোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাছে সরকার প্রদত্ত্ব বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে ১০ কেজি করে রাসায়নিক সার ডিএপি ও এমওপি এবং ৫ কেজি করে মুগ বীজ বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের হাতে এ সার ও বীজ তুলে দেন।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সালমা জাহান নিপার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানানো হয় এ দিন ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে সাড়ে ৩ টন ডিএপি, সাড়ে ৩ টন এমওপি সার ও পৌনে ২ টন মুগ বীজ বিতরণ করা হয়।