মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের তালিকায় ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গেলেন আফগানিস্তানের আহমেদ শেহজাদ। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টোয়েন্টি ম্যাচে ৪৩ বলে ৭২ রান করে কোহলিকে টপকে যান শেহজাদ। এই তালিকায় সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তার রান ২০৪১। টোয়েন্টিতে শীর্ষ রান সংগ্রহকারী ৫ ব্যাটসম্যান: ব্রেন্ডন ম্যাককালাম- ৭১- ২০৪১, তিলকরত্নে দিলশান- ৮০ -১৮৮৯, মার্টিন গাপটিল- ৬১- ১৮০৬, মোহাম্মদ শাহজাদ-৫৮ -১৭৭৯, বিরাট কোহলি-৪৮ -১৭০৯।