ঐতিহ্যবাহী দর্শনা মেমনগর স্কুলের সৌন্দর্য রক্ষায় পাঁচিল নির্মাণ কাজ বন্ধের দাবি
দর্শনা অফিস: শতবর্ষী ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সরকারি জমি ঘিরতে সীমানা পাঁচিল নির্মাণ করা হচ্ছে। পাঁচিল নির্মাণে বিদ্যালয়ের দীর্ঘদিনের লালিত সৌন্দর্য হারাবে। বিদ্যালয়ের সৌন্দর্য রক্ষায় পাঁচিল নির্মাণ কাজ বন্ধের দাবিতে শিক্ষার্থীরা করেছে বিক্ষাভ ও মানববন্ধন কর্মসূচি। ১৯১৬ সালে এলাকার শিক্ষানুরাগীদের সাথে নিয়ে তৎকালীন বিপ্রদাস নামের এক শিক্ষাবিদ প্রতিষ্ঠা করেন মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়। স্রোতস্বিনী মাথাভাঙ্গা নদীর তীরে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে বহন করে আসছে ঐতিহ্য মণ্ডিত সৌন্দর্য। এলাকায় শিক্ষার আলো ছড়ানোর বয়স একশ বছর পেরিয়েছে গত বছর। এ বিদ্যালয়টির সামনে রয়েছে সরকারের জমি। সম্প্রতি সরকারি জমি সীমানা পাঁচিলে ঘেরার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। ফলে মেমনগর স্কুলের সামনের জমি সীমানা পাঁচিলে ঘেরার কাজ শুরু করা হয়েছে। এদিকে বিদ্যালয়ের সৌন্দর্য রক্ষায় শিক্ষার্থীদের দাবি উঠেছে পাঁচিল নির্মাণ না করার। যে কারণে গতকাল শনিবার সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে স্কুলের প্রধান ফটকের সামনে করেছে মানববন্ধন।
এব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক বলেছেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক ওই জমিতে সীমানা পাঁচিল নির্মাণ করা হচ্ছে। ফলে স্কুলের কোনো সৌন্দর্য নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা হবে।