ভি.জে স্কুলের ছাত্র সায়েম আহত : কাল মানববন্ধন

চুয়াডাঙ্গার সরোজগঞ্জের ছয়মাইল নামক স্থানে বাসের ধাক্কা

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সায়েম গুরুতর আহত হয়েছে। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ছয়মাইল মিলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত সায়েমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র এবং পৌর এলাকার মালোপাড়ার আমিনুল ইসলামের ছেলে।

জানা গেছে, গতকাল শনিবার বিকেলে বাইসাইকেল যোগে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় আবদুল্লাহ আল সায়েম। গতকাল তার প্রাইভেট শিক্ষক না পড়ালে দুই বন্ধুকে সাথে নিয়ে ঘুরতে বের হয় সে। সদর উপজেলার সরোজগঞ্জ বাজার ঘুরে বেলা সাড়ে ৫টার দিকে তারা ফিরছিলো। ছয়মাইল মিলপাড়া নামক স্থানে পৌঁছালে মেহেরপুর থেকে চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি বাস সায়েমকে ধাক্কা দিয়ে চলে যায়। রক্তাক্ত আহত সায়েম রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় সায়েমের সহপাঠী ও স্থানীয় লোকজন আলমসাধু যোগে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লাগায় জরুরি বিভাগের কর্তব্যরত ডা. শিরিন জেবীন সুমি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে সড়ক দুর্ঘটনায় আহত সায়েমকে দেখতে হাসপাতালে ছুটে আসে তার স্কুলের সহপাঠীরা। তারা হাসপাতালের সামনে জমায়েত হয়ে দুর্ঘটনায় আহত সায়েমের জন্য দুঃখ প্রকাশ করে। তারা জানায়, আমরা এর প্রতিবাদে ১৩ মার্চ সোমবার ভি.জে স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবো।