স্টাফ রিপোর্টার: আগামী ১৫ মার্চ বুধবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর পি সারা ওভালে নিজেদের শততম টেস্ট ম্যাচটি খেলবে সফরকারী বাংলাদেশ। সে ম্যাচে সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি দিয়েই দেশ ছেড়েছেন ওপেনার ইমরুল কায়েস। গত শুক্রবার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন এ ওপেনিং ব্যাটসম্যান। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও নিজেদের মাইলফলক স্পর্শকারী শততম টেস্টকে সামনে রেখে নিজের খেলার প্রতিশ্রুতি ব্যক্ত করে ইমরুল বলেন, চেষ্টা করবো নিজের সেরা খেলাটি খেলার। আর তাতে যদি দল উপকৃত হয় সেটা আমার জন্যও বড় একটি প্রাপ্তি হবে। ফিটনেসহীনতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের টেস্ট দলে ছিলেন না ইমরুল। তবে বাংলাদেশ ক্রিকেট লিগ দিয়ে নিজের ফিটনেস ফিরে পাওয়ায় দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলে ডাকেন নির্বাচকরা। ইমরুল শ্রীলঙ্কা পৌঁছানোর পরই দলে থাকা পাচ পেসারদের একজন দেশে ফিরে আসার কথা রয়েছে। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে বাঁ-পায়ের উরুর ইনজুরিতে পড়েন ইমরুল। এরপর গত ৬ ফেব্রুয়ারি ভারত সিরিজে স্বাগতিকদের এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আবার সেই একই স্থানে ব্যথা পেলে টেস্ট সিরিজে খেলা হয়নি তার। ভারত থেকে ঢাকা ফিরে পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার পর বিসিএলের চলতি আসরের চতুর্থ রাউন্ড দিয়ে আবার ব্যাট হাতে নেন ইমরুল। দক্ষিণাঞ্চলের হয়ে ব্যাট হাতে তিনি খেলেছেনও দুর্দান্ত ইনিংস। প্রথম ম্যাচে ৩১ রানের ছোট ইনিংস খেললেও পঞ্চমটিতে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলেছেন ১৩৬ রানের অনবদ্য এক ইনিংস। পরের রাউন্ডেও করেছিলেন হাফসেঞ্চুরি।