দর্শনা অফিস: নিয়মিত চিকিৎসার জন্য ভারতে গেলেন এমপি ছেলুন জোয়ার্দ্দারসহ দেশের ৪ এমপি। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে তারা দর্শনা জয়নগর সীমান্ত পথে ভারতের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য আশরাফুল আলী খান খশরু, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য শাহআলম ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য মগবুল হোসেন সকাল ৯টার দিকে গাড়ি বহরযোগে দর্শনা জয়নগর সীমান্তে পৌঁছান। তাদের অভ্যার্থনা ও বিদায় জানাতে জয়নগর সীমান্তে ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদসহ দলীয় নেতৃবৃন্দ। সকাল সাড়ে ৯টার দিকে ৪ সংসদ সদস্য ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। এদিকে ভারতের গেদে পৌছুনের পর এমপি শাহআলমের বাড়িতে থেকে জরুরি সংবাদ পাওয়া তিনি সেখান থেকেই ফের দেশে ফিরেছেন।
সূত্র বলেছে, এমপি শাহআলমের স্ত্রী আকস্মিক অসুস্থতার কারণেই তিনি দেশে ফিরে আসেন। ফলে এমপি ছেলুন জোয়ার্দ্দারসহ ৩ এমপি ৭ দিনের চিকিৎসা শেষে একই সীমান্ত পথে দেশে ফিরতে পারেন।