বিশ্ব টুকিটাকি : বিয়েতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬

ইসরাইলে মাইকে আজান নিষিদ্ধের আইন পার্লামেন্টে অনুমোদন

মাথাভাঙ্গা মনিটর: ইসরাইলের দখলকৃত এলাকায় রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মাইকে আজান নিষিদ্ধ করার প্রস্তাবিত আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট নেসেট। গত বুধবার নেসেটের এক অধিবেশনে আইনটি অনুমোদন করা হয়। এ আইন বাস্তবায়ন হলে আসসালাতু খাইরুম মিনান নাউম বা ঘুম থেকে নামাজ উত্তম বলে মুসল্লিদের ফজর নামাজের জন্য শব্দ করে আজান দেয়া যাবে না। নেসেটের আরব আইন প্রণেতারা এই আইনকে বর্ণবাদী আখ্যা দিয়ে একে পাশ করার উদ্যোগকে নিন্দা জানিয়েছেন। তবে বিলটির সমর্থক ইহুদিবাদীদের দাবি এ আইনের ফলে মসজিদের আশপাশের মানুষের ঘুমের ব্যাঘাত ঘটা বন্ধ হবে। প্রস্তাবিত আইন অনুযায়ী, ভোরে মসজিদ থেকে মাইকে ফজরের নামাজের আজান দেয়া যাবে না। যদি কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে তাকে ইসরাইলি মুদ্রায় ১০ হাজার শেকেল বা দুই হাজার ৭০০ ডলার জরিমানা করা হবে। কট্টর ডানপন্থি জুইশ হোম পার্টির নেতা মটি জোগেভ বিতর্কিত আইনটির প্রস্তাব করেছিলেন।

 

সিরিয়ায় বিমান হামলায় ১৪ বেসামরিক নাগরিক নিহত

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের দখলে থাকা একটি গ্রামে গতকাল বৃহস্পতিবার বিমান হামলায় ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে ছয় শিশু রয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোট এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রাহমান বলেন, মধ্যরাতের পর আল-মাতাব গ্রামে এ অভিযান চালানো হয়।

 

ইরাকে বিয়েতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাহুদিনের একটি বিয়ের অনুষ্ঠানে গতরাতে দুটি আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত ও অপর ২৪ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রাদেশিক নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। সূত্র জানায়, বুধবার রাতে ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৮৫ কিলোমিটার উত্তরে হাজ্জাজ এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে। দুই আত্মঘাতী হামলাকারী শরীরে বিস্ফোরক বেঁধে জনাকীর্ণ বিয়ের অনুষ্ঠানে ঢুকে বিস্ফোরণ ঘটায়। তৃতীয় আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে ঢুকতে চেষ্টা চালায়। তবে ঢুকার আগেই তার শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটলে সে প্রাণ হারায়। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। কোনো গোষ্ঠী বা সংগঠন এখন পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অধিকাংশ ক্ষেত্রেই ইরাকের বিভিন্ন প্রান্তের জনাকীর্ণ বাজার, ক্যাফে ও মসজিদে এ ধরনের হামলা চালিয়ে থাকে।

 

মহীশূরের বাঘ টিপু সুলতানের অস্ত্রাগার সরিয়ে নেয়া হচ্ছে?

মাথাভাঙ্গা মনিটর: ভারতের এককালের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতানের শ্রীরঙ্গপত্তনে তৈরি অস্ত্র রাখার বাড়িটি সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। টিপু সুলতান ছিলেন মহীশূরের সুলতান। শ্রীরঙ্গপত্তন ছিলো তার নিজের শহর; রাজধানী। টিপু সুলতান পরিচিত ছিলেন মহীশূরের বাঘ হিসেবে। লড়েছেন ইংরেজ শাসনের বিরুদ্ধে। আগে মহীশূর ভারতের একটি রাজ্য থাকলেও এখন নাম বদলে হয়েছে কর্ণাটক। রাজধানী বেঙ্গালুরু। এই বেঙ্গালুরু শহরেও রয়েছে টিপু সুলতানের বাড়ি এবং দুর্গসহ টিপুর স্মৃতিবাহী নানা ঐতিহাসিক স্থান। ১৭৮২ থেকে ১৭৯৯ সালের মধ্যে এই অস্ত্র রাখার বাড়িটি শ্রীরঙ্গপত্তনে তৈরি করেছিলেন টিপু।