আলমডাঙ্গায় জাতীয় দুর্যোগ দিবস পালন উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ দিবস পালন উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এরশাদপুর একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মখলেছুর রহমানের পরিচালনায় ও লিডার আকরাম হোসেনের সহযোগিতায় সঙ্গীয় ফায়ারম্যানরা ওই মহড়ায় আগুন প্রজ্জ্বলিত করে তা নেভার কৌশল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে প্রদর্শনী করান। জাতীয় কর্মসূচীর সাথে মিল রেখে আগামী ১০ মার্চ উপজেলা পর্যায়ে আলোচনা সভা, সমাবেশ, সেমিনার, সাংষ্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রধান মীর কানজুল আরেফিন, সিনিয়র সহকারী শিক্ষক হামিদুল ইসলাম, রহমান মুকুল, শরিফুজ্জামান লাকি, আলিয়া ফেরদৌস, সহকারী শিক্ষক আমজাদ হোসেন। পিআইও অফিসের অফিস সহকারি আব্দুল লতিফের পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক লিমা খাতুন, সালমা আক্তার, আশিক ইকবাল স্বপন, সহকারী গ্রন্থাগারিক মহাবুল হোসেন খান, এরশাদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোল্লা ফেরদেীস রিজভী, অফিস সহকারী রানা আহমেদ, মিজানুর রহমান, মিরাজুল ইসলাম। মহড়া চলাকালীন সময়ে স্কুলের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন। অগ্নিকাণ্ড নেভানো কাজে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।