মেহেরপুরে ননএমপিও শিক্ষক এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি পেশ

 

মেহেরপুর অফিস: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তিসহ ৪ দফা দাবিতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি বরাবর পেশ করেছে জেলা শিক্ষক সমিতি। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সংসদ সদস্যের কার্যালয়ে জেলা শিক্ষক সমিতির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ শিক্ষক নেতারা স্মারকলিপি পেশ করেন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ফজলুল হক, আবুল কাসেমসহ শিক্ষক নেতারা সেখানে উপস্থিত ছিলেন।