গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে জেলা বিএনপির প্রচারপত্র বিলি

 

মেহেরপুর অফিস: জনগণকে জিম্মি করে গ্যাসের দাম বৃদ্ধি এই গণবিরোধী সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ শহরে প্রচার পত্র বিলি করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএকে খায়রুল বাশার, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।