জীবননগরে ক্যাম্প ফায়ারের মধ্যদিয়ে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরি সম্পন্ন

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা স্কাউটসের উদ্যোগে গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪ দিনব্যাপী কাব ক্যাম্পুরির সমাপনী ও মহাতাবু জলসা (ক্যাম্প ফায়ার) বুধবার রাত ১০ টার সময় শেষ হয়েছে। উপজেলা স্কাউটসের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের কমিশনার মো. আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্কাউটসের সম্পাদক হারুন-অর-রশিদ, মনোয়ার আহাম্মেদ (এলটি), সহকারী কমিশনার সাংবাদিক জিএ জাহিদুল ইসলাম বাবু, নিলুফার ইয়াসমিন রানী, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম প্রমুখ। পরে ক্যাম্প ফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চার দিনের এ কাব ক্যাম্পুরিতে উপজেলার ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

মেহেরপুর অফিস জানিয়েছে, গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা স্কাউটসের ৪ দিনব্যাপী কাব-ক্যাম্পুরি সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্কাউটসের কমিশনার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওলিউর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সহসভাপতি কমরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটসের সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সদর উপজেলার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউটস দল প্রথম স্থান, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদল দ্বিতীয় ও ফতেপুর সরকারি বিদ্যালয় কাবদল তৃতীয় স্থান অর্জন করায় কাব কাম্পপুরির সমাপনী অনুষ্ঠানে তাদের পুরস্কার প্রদান করা হয়। সঞ্চালনায় ছিলেন উপজেলা সম্পাদক আসাদুজ্জামান বাবলু। এর আগে মঙ্গলবার রাতে মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেলা স্কাউটসের কমিশনার রশিদুল মান্নাফ কবির। উল্লেখ্য, এই কাব-ক্যাম্পুরিতে উপজেলার ২৮টি বিদ্যালয়ের কাবদল অংশগ্রহণ করে।