কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মিয়া মোর্শেদ শরীফ হাসান কল্লোল নামে হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্য র্যাবের কাছে আত্মসর্মপণ করেছেন। গতকার রোববার দুপুরে কুষ্টিয়া র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মিয়া মোর্শেদ শরীফ হাসান কল্লোল জেলার কুমারখালী উপজেলার দমদমা গ্রামের শফিউদ্দিন মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন খান জানান, কল্লোল ২০১৫ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে যোগ দেন। তিনি হরকাতুল জিহাদকে আরও সংগঠিত করার জন্য মানুষকে দাওয়াত দিতেন। এছাড়া তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক জঙ্গিদের পরিবারের সদস্যদের সহায়তা করতে নিজ জমিতে একটি খামার গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। র্যাব আরও জানায়, দেশে জঙ্গি দমনে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা অব্যাহত আছে।