ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ২ দিনব্যাপী প্রথম বার্ষিকীর সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে পুরাতন ডিসিকোর্ট চত্বরের মুক্তমঞ্চে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন ¯ু‹ল প্রতিষ্ঠাতা সভাপতি ও ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার।
ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিকের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/শিক্ষা ও আইটিসি) আব্দুর রউফ ম-ল, সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধরী ও সুপ্রভাত চাকমা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাঅধ্যক্ষ আমিনুল ইসলাম, গণিত বিভাগের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মাহবুব আলম ও বাংলা বিভাগের সহকারী শিক্ষক আব্দুস সালাম।