৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন আয়োজিত হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পশ্চিম রিজিয়নের তত্ত্বাবধানে কুষ্টিয়া সেক্টরের সার্বিক ব্যবস্থাপনায় বিজিবি হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। গতকাল রোববার সকাল ৯টায় এ প্রতিযোগিতার  উদ্বোধন করেন দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের ডেপুটি রিজিয়ন কমান্ডার, কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল মো. মাহবুবুর রহমান, পিএসসি, সেক্টর কমান্ডার, বিজিবি কুষ্টিয়া সেক্টর, লে. কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিএসসি, পরিচালক, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং কুষ্টিয়া ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অফিসার, জেসিও, এনসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ। বর্ণিত প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশের ৪টি রিজিওন যশোর, রংপুর, সরাইল, চট্টগ্রাম এবং বিজিবি ঢাকা সেক্টর অংশগ্রহণ করে। উল্লেখ্য, আগামী ০৮ মার্চ ২০১৭ তারিখ ১৬০০ ঘটিকায় বিজিবি হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।