অল্প বয়সে বিয়ে করা ছিলো ভুল : প্রসেনজিৎ

মাথাভাঙ্গা মনিটর: নব্বইয়ের দশকের শুরুর দিকে তরুণ অবস্থায় দেবশ্রী রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটাকে জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে মনে করেন টালিগঞ্জের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক সাক্ষাৎকারে জীবনের সবচেয়ে বড় ভুল নিয়ে প্রসেনজিৎ বলেন, প্রথম বড় ভুল অত্ত ছোট্ট বয়সে বিয়েটা করা। যখন আমি, চুমকি (দেবশ্রী রায়) কেউই পরিণত ছিলাম না। ১৯৯২ সালে দেবশ্রীকে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ, যে দাম্পত্য টিকেছিলো মোটে ৩ বছর। ওই দশকের শেষে অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করেন তিনি। ২০০২ সালে সেই বিয়েও ভেঙে যায়। একই বছরে অর্পিতা চ্যাটার্জিকে বিয়ে করেন তিনি। তৃতীয় স্ত্রীর ঘরে মিশুক নামে একটি ছেলেও আছে তার।

Leave a comment