স্টাফ রিপোর্টার: জাতীয় যুব হকি প্রতিযোগিতার সুপারলিগে বড় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা। গতকাল মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৯-০ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগকে। বিজয়ী দলের পক্ষে রায়হান চৌধুরী ও জয় চক্রবর্তী তিনটি করে গোল করেন। আর শহীদুল ইসলাম ২টি ও খোরশেদুর রহমান একটি গোল করেন। ঢাকা জেলা ৩-১ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জকে। ঢাকার পক্ষে শহীদুল ইসলাম দুটি ও মামুনুর রশিদ একটি গোল করেন। আর নারায়ণগঞ্জের পক্ষে আল আমিন একমাত্র গোলটি করেন।
দিনের অন্য ম্যাচে ফরিদপুর জেলা ২-০ গোলে দিনাজপুর জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন মোস্তাফিজুর রহমান ও সালমান সাদিক।