স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুরে সৎ মায়ের নির্যাতনের হাত থেকে বাঁচতে ৫ম শ্রেণির স্কুলছাত্রী ফারজানা আক্তার বৃষ্টি (১৩) গত শনিবার সন্ধ্যায় নিজ ঘরে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মহেশপুর থানা পুলিশ গতকাল রোববার দুপুরে নিহত স্কুলছাত্রী ফারজানা আক্তার বৃষ্টির লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে। প্রতিবেশীরা জানায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ফারুক হোসেনের মেয়ে বাইলী-মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ফারজানা আক্তার বৃষ্টির সৎ মা প্রায় কারণে অকারণে মেয়েটিতে নির্যাতন করে আসছিলো। গত শনিবার সন্ধ্যায় মেয়েটিতে মারধর করলে সে মনের দুঃখে নিজের ঘরে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে ফারজানা আক্তার বৃষ্টির বাবা ফারুক হোসেন থানায় অপমৃত্যুর অভিযোগে বলেছেন, আমার মেয়েকে মোবাইলফোন কিনে না দেয়ায় সে রাগ করে নিজের ঘরে গিয়ে সন্ধ্যার দিকে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
ওসি আমিনুল ইসলাম বিল্পব জানান, শিশুটির আত্মহত্যা নিয়ে এলাকায় নানান গুঞ্জন চলছে সে কারণেই শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।