টিপ্পনী

খবর: (নেশার টাকা না পেয়ে পিতার মাথায় কোপ)

 

পিতার খুবই কপাল খারাপ হায়রে

শেষ বয়সে মুরব্বি আজ

ভীষণ অসহায়রে-

কী আর করেন তিনি;

 

ছেলের কারণ অনেক টাকা ঋণী

ছেলে করে নেশা;

পাড়ায় পাড়ায় এর-ওর সাথে

বেজায় মেলামেশা; আর-

 

পিতার মাথায় মারলো ছেলে কোপ

নেশার টাকা চেয়ে চেয়ে

ফোলায় খালি গোঁফ

কী যে কুলাঙ্গার!

 

-আহাদ আলী মোল্লা