জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা সমবায় সমিতি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সমিতির প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুল খালেক সভায় সভাপতিত্ব করেণ।
বার্ষিক এ সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লি উন্নয়ন অফিসার মেহেদী হাসান। সভায় আলোচনা করেন উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন, সহকারী পল্লি উন্নয়ন অফিসার শহিদুল্লাহ লিমন, ইউসিসিএ’র পরিচালনা পরিষদের সদস্য আলাউদ্দিন, আব্দুল মোতালেব, হাফিজুর রহমান, আব্দুল খালেক, পরিদর্শক জাহান আলী, আজিম হোসেন, সন্তোষপুর কৃষক সমবায় সমিতির ম্যানেজার গোলাম কুদ্দুছ, মৃগমারীর ম্যানেজার নাসির উদ্দিন ও ধোপাখালী উত্তরপাড়ার ম্যানেজার ছানোয়ার হোসেন।