চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিসের বহুতল ভবনে অগ্নিনির্বাপনী বিশেষ মহড়া

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বহুতলা ভবনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপনী বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম গতিশীল ও চলমান রাখতে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে অগ্নিনির্বাপনী বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজারে মালিক টাওয়ারে অগ্নিনির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা ও দর্শনার ফায়ার সার্ভিসের কর্মীরা অংশ নেন। মহড়ায় ভবনটিতে অগ্নিকা-ের পর প্রাথমিক কার্যক্রম ও ফায়ার সাভিসের উদ্ধার তৎপরতা প্রদর্শণ করে বাহিনীর সদস্যরা।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক আব্দুস সালাম জানান, ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণের মান ঠিক রাখতে এভাবে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হয়। কোনোখানে অগ্নিকা-ের ঘটনা ঘটলে তাৎক্ষণিক করনীয় ও উদ্ধার কার্যক্রম ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও লোকালয়ে জনগণকে সচেতন করতে প্রচারনামূলক এধরনের কার্যক্রম করা হয় বলে জানান তিনি। তিনি আরও বলেন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি ও যেভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করবে তারই অংশ হিসেবে এসব মহড়া পরিচালনা করা হচ্ছে। মহড়ায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসর পরিদর্শক আব্দুল ছালাম ও দর্শনার স্টেশনে ভারপ্রাপ্ত পরিদর্শক মীর মোশারফ হোসেনসহ  ১৯ জন ফায়ার সার্ভিস কর্মী অংশ নেয়।