চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের দায়ে কনের স্বামী ও পিতাসহ চারজনের করে কারাদ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের অপরাধে কনের স্বামী, পিতা, এক সহযোগী ও ইমামকে একমাস করে বিনাশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার নূর নগর মাদরাসা পাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দে।

অভিযুক্তরা ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দে তাদেরকে করাদ- প্রদান করেন। দ-িতরা হলেন, কনের পিতা নূর নগর গ্রামের মহিদুল ইসলাম (৬০), বর জীবননগর উপজেলার দৌলতগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে শাহ জালাল (২৫), মসজিদের ইমাম আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের মৃত সাজেদুর রহমানের ছেলে ওয়াশিকুর (৩৪) ও সহযোগী চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে হামিদুল হক (৪৬)।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার নূর নগরের মহিদুল ইসলামের ছেলে রাজিব অভিযোগ করেন, তার বোন দশম শ্রেণির ছাত্রীর সাথে শাহ জালালের গত ১৬ ফেব্রুয়ারি বিয়ে হয়। ওই বিয়ের বিষয়ে সে জানতো না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করলে আদালত বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা খুঁজে পান। দ-িতদেরকে গতকাল রোববার সদর থানার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।