কোহলির দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি-তামাশা

India's captain Virat Kohli walks back after getting out on the third day of the first cricket Test match between India and Australia at The Maharashtra Cricket Association Stadium in Pune on February 25, 2017. ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT / AFP PHOTO / INDRANIL MUKHERJEE / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

 

মাথাভাঙ্গা মনিটর: পুনে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানের পরাজয় ভারতীয় ক্রিকেটের জন্য অনেকটা আকাশ থেকে পাতালে আছড়ে পড়ার মতো ঘটনা হয়েছে দাঁড়িয়েছে। বিরাট কোহলির দল তো বটেই, সাবেক যে ভারতীয় তারকারা সিরিজের আগে বর্তমান অস্ট্রেলীয় দলকে তাচ্ছিল্য করছিলেন তাদের নিয়েও টিকা-টিপ্পনীর ঝড় বইছে পত্র-পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে।

সিরিজের আগে সাবেক স্পিনার হরভজন সিং টুইট করে বলেছিলেন, দুর্বলতম অস্ট্রেলীয় দল আসছে এবং ভারত ৩-০ তে জিতবে। গতকাল রোববার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার তার টুইটার পাতায় হরভজনের সেই টুইটটি রি-টুইট করেছেন অর্থাৎ শেয়ার করেছেন। তবে শুধু ডেভিড ওয়ার্নার নন, ভারতের ক্রিকেট ফ্যানরাও গত শনিবার থেকে হরভজনকে নিয়ে হাসি-তামাশা করছেন।

মহসিন পাশা নামে একজন টুইট করেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া আপনার (হরভজনের) টুইট মনে রেখেছে। আপনাকে এখন আপনার কথাই গিলতে হবে।’ অতিশ কে সাহা নামে আরেকজন টুইট করেছেন, ‘পাঁজি ৩-০ তে জয় স্বপ্নই থেকে যাবে আঙুর ফল টক।

সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী অস্ট্রেলিয়া দলকে আরো খাটো করে দেখেছিলেন। গাঙ্গুলী বলেছিলেন, ৪-০ তে সিরিজ জিতবে ভারত। পুনে টেস্টের পর গাঙ্গুলী এখন বলেছেন, অস্ট্রেলিয়ার স্পিনাররা ভারতীয় দলে ত্রাসের সঞ্চার করেছে। তিনি পরামর্শ দিয়েছেন, ভারতের উচিৎ বাকি তিনটি টেস্টে স্পিনিং পিচ না করে স্পোর্টিং পিচ করা। তবে শচিন টেন্ডুলকার মন্তব্য করেছেন, ভারত পরের টেস্টে ম্যাচেই শক্তভাবে সিরিজে ফিরে আসবে।